প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর
নির্দেশে উচ্চক্ষমতা সম্পন্ন এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে এই কমিটিতে কে কে রয়েছেন, সে বিষয়ে কিছু জানানো
হয়নি।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ২০ নভেম্বর থেকে দেশের ৬ হাজার ৫৭৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী।
এই পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্ন ফাঁসের বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ২০ নভেম্বর থেকে দেশের ৬ হাজার ৫৭৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী।
এই পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্ন ফাঁসের বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছে।