২৫ বছরের কম বয়সীরা আর তামাক সেবন করতে পারবেন না।
ভারতে তামাক-জাত জিনিসের কর বাড়ানোর পাশাপাশি দেশের সর্বত্র সিগারেট,
বিড়ি সহ সব ধরনের তামাক-জাত দ্রব্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির পর আরো
একটি নতুন আইন চালু করতে চলেছে মোদি সরকার। এই নতুন নিয়ম অনুসারে এবার থেকে
তামাক সেবনের বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২৫ বছর করার কথা চিন্তা করা হচ্ছে।
অর্থাত্ ২৫ বছরের কম বয়সীরা আর তামাক সেবন করতে পারবেন না।
ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গত মাসে একটি নতুন কমিটি গঠন করেছেন। যেখানে কমিটি ২০০৩ টোব্যাকো প্রডাক্ট অ্যাক্ট পরিবর্তনের কথা চিন্তা-ভাবনা করছে। কমিটি জানিয়েছে এ মাসের শেষেই আইনের কতটা কি পরিবর্তিত হলো- সে সম্বন্ধে সবটা জানা যাবে।
সুপ্রিম কোর্ট অবশ্য গত সপ্তাহেই কেন্দ্র ও সব কটি রাজ্যে পাবলিক ইনটারেস্ট লিটিজেশন আইন অনুসারে দেশের সর্বত্র সিগারেট, বিড়ির মতো তামাক-জাত দ্রব্য তৈরি বন্ধ করার আদেশ দিয়েছেন। সেইসঙ্গে এই আদেশও দেওয়া হয়েছে যে, স্কুল বা কলেজের সামনে তামাক-জাত দ্রব্য বিক্রি করা যাবে না। বিশেষ করে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যেখানে ১৮ বছরের কমবয়সী শিক্ষার্থী পড়াশোনা করে এইসময়।
ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গত মাসে একটি নতুন কমিটি গঠন করেছেন। যেখানে কমিটি ২০০৩ টোব্যাকো প্রডাক্ট অ্যাক্ট পরিবর্তনের কথা চিন্তা-ভাবনা করছে। কমিটি জানিয়েছে এ মাসের শেষেই আইনের কতটা কি পরিবর্তিত হলো- সে সম্বন্ধে সবটা জানা যাবে।
সুপ্রিম কোর্ট অবশ্য গত সপ্তাহেই কেন্দ্র ও সব কটি রাজ্যে পাবলিক ইনটারেস্ট লিটিজেশন আইন অনুসারে দেশের সর্বত্র সিগারেট, বিড়ির মতো তামাক-জাত দ্রব্য তৈরি বন্ধ করার আদেশ দিয়েছেন। সেইসঙ্গে এই আদেশও দেওয়া হয়েছে যে, স্কুল বা কলেজের সামনে তামাক-জাত দ্রব্য বিক্রি করা যাবে না। বিশেষ করে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যেখানে ১৮ বছরের কমবয়সী শিক্ষার্থী পড়াশোনা করে এইসময়।