পাওলি দামের বিবসনা হয়ে শয্যা দৃশ্যে অভিনয়ের সংবাদ কারওয়ানবাজারে ছড়িয়ে পড়লে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কারওয়ানবাজারের সর্দার মতিচুর রহমান ও উপসর্দার আমিষুল হক পরস্পরকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন। কারওয়ানবাজারের অন্যান্য কর্মীদেরও লুংগি তুলে অশ্রু মুছতে দেখা যায়।
উপসর্দার আমিষুল হক মতিবেদককে বলেন, পাওলি একটা পাগলী।
পাওলি দামের সাথে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারওয়ানবাজারের অনুপ্রেরনাতেই আমি কাপড় খুলে অভিনয়ে নেমেছি।
পাওলি জানান, হেট ষ্টোরী চলচ্চিত্রটি ঢাকার দুই প্রভাবশালী এলাকার দুই সর্দারকে নিয়ে। এরা একে অন্যের নামে হিংসা বিদ্বেষ মুলক সংবাদ প্রচার করেন ও অবসরে হাই সোসাইটি পতিতাদের নিয়ে ফুর্তি করেন। পাওলি এমনই এক উচ্চ পতিতার
চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে তিনি এক পর্যায়ে দুই সর্দারের চরিত্র জন সম্মুখে ফাঁস করে দেন।
মতিচুর রহমানের লেপটপ থেকে
কারওয়ানবাজারের উপসর্দার আমিষুল হক বলেন, আমরা বিবসনা সব নারীর পাশে আছি। পুনম পান্ডে, ভিনা মালিক, পাপিয়া পান্ডে, পাওলি দাম, সবাই আমাদের ওপর ভরসা করতে পারে।
কারওয়ানবাজারের সর্দার মতিচুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে একটি নারী কণ্ঠ জানায়, মতিচুর রহমান খুব বেস্ত। এই মুহুর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।