সম্প্রতি গ্রাফিকসের কাজের জন্য বিশেষভাবে উপযোগী একটি মডেলের নোটবুক বাজারে এনেছে এইচপি।
এইচপি ‘গ্রাফিকস’ নোটবুক
ইনটেলের কোর আই ৫ প্রসেসরনির্ভর ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি
১০০০-১৪১৬টিএক্স। এইচপির নতুন এই নোটবুকটি দেশের বাজারে বিপণন করছে
কম্পিউটার সোর্স। নোটবুকটির দাম ৪৬ হাজার টাকা।
এইচপি ১০০০-১৪১৬টিএক্স মডেলের নোটবুকটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম ও এক গিগাবাইট গ্রাফিকস কার্ড।
১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লেনির্ভর নোটবুকটিতে তথ্য সংরক্ষণের জন্য রয়েছে ৫০০ গিগাবাইট জায়গা।
১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লেনির্ভর নোটবুকটিতে তথ্য সংরক্ষণের জন্য রয়েছে ৫০০ গিগাবাইট জায়গা।
বিপণনকারী
প্রতিষ্ঠানটির ভাষ্য, গ্রাফিকসের কাজে এই নোটবুকটি বিশেষ উপযোগী। এ ছাড়াও
এতে ভিডিও দেখার অভিজ্ঞতাও হবে দারুণ। শিক্ষার্থী, ব্যবসায়ী, গ্রাফিকস
ডিজাইনাররা এই নোটবুকটিতে উন্নত অভিজ্ঞতা পাবেন। এতে দীর্ঘক্ষণ চার্জ থাকে।