নারীরা দীর্ঘদেহী পুরুষ কেন পছন্দ করেন - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 18, 2014

নারীরা দীর্ঘদেহী পুরুষ কেন পছন্দ করেন



লম্বা পুরুষদের প্রতি নারীদের আসক্তি ব্যাপক। দীর্ঘদেহী পুরুষ দেখলেই প্রশংসার দৃষ্টিতে চেয়ে থাকেন নারীরা। এর পেছনেও কারণ রয়েছে এবং খোঁজার প্রয়াস পেয়েছেন বিজ্ঞানীরা। সম্পর্ক গড়তে নারীরা লম্বা পুরুষদের খোঁজেন এবং এর পেছনের মূল কারণটি হলো নিরাপত্তা, তথ্য উঠে এসেছে গবেষণায়।

টেক্সাসের রাইস ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞানের প্রফেসর মাইকেল এমারসন বললেন, মনোবিজ্ঞানের বিবর্তনবাদ বলে যে, মানুষের বংশবিস্তারের জন্য মিলিত হতে সাদৃশ্যতা অপ্রতিরোধ্যভাবে ক্রিয়া করে।

গবেষণায় দেখা গেছে, নারীরা পুরুষ বাছাইয়ে দীর্ঘ উচ্চতা বেছে নেয় তাদের নিরাপত্তাবোধ থেকে। লম্বা পুরুষরা নারীদের কাছে নিরাপত্তার প্রতীক বলে মনে হয় এবং তার বুকে মুখ গুঁজে নিজেকে নিরাপদ মনে করেন নারীরা।

গবেষণার কাজে অংশ নেওয়া এক নারী বলেন, আমার চেয়ে খাট কোনো পুরুষকে দেখলে তার কাছে নিরাপত্তার উত্তাপ পাওয়া যায় না। বরং এক অদ্ভুত
অনুভূতি হয়।

তবে পুরুষরা উচ্চতার বিষয়টিকে নারীদের চোখে দেখেন না। যে সকল পুরুষ তেমনটি ভাবেন, তারা নিজেদের চেয়ে খাটো নারীদের সঙ্গিনী হিসেবে পছন্দ করেন। অবশ্য এতোটা খাটো মেয়েদের নয় যাতে তাদের মধ্যকার দৈহিক সামঞ্জস্যতা দৃষ্টিকটূ হয়।

ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের সমাজ বিজ্ঞানের  প্রফেসর জর্জ ইয়াসে বললেন, লম্বা পুরুষরা যে নারীদের কাছে শক্তি ব্যক্তিত্বের প্রতীক তা বহু পুরোনো একটি ধারণা। ওই গবেষণায় বলা হয়, নারীদের দীর্ঘ দেহের পুরুষদের প্রতি আকর্ষণ পিতৃতান্ত্রিক পরিবারের ধারণাবে উস্কে দেয় যেখানে পুরুষই পরিবারের প্রধান।

ইয়ানসে আরো জানালেন, দীর্ঘ দেহের পুরুষদের প্রতি নারীদের চাহিদা পুরুষদেরকেও নারীর রক্ষক হিসেবে নিজেকে ভাবতে শেখায়। এটি এমনই এক সমাজের কথা বলে যেখানে পুরুষরা নারীদের রক্ষক নিয়ন্ত্রক এবং যেখানে তেমন পুরুষই খুঁজছেন নারীরা। সূত্র : হিন্দুস্তান টাইমস

Post Bottom Ad