তাৎক্ষণিক
ছবি তোলার প্রয়োজনে নকিয়ার নতুন আপডেট কাজে আসবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
নোকিয়া
লুমিয়ার জন্য ‘ডেনিম’ নামে এই নতুন আপডেটে থাকছে উইন্ডোজ ফোন ৮.১ আপডেটেড
সফটওয়ার। এর
ফলে নিষ্ক্রিয় অবস্থা বা স্লিপ মোড থেকে এক সেকেন্ডের মধ্যে ছবি তোলা যাবে।
এই সুবিধা আসছে লুমিয়া ৯৩০, লুমিয়া ১৫২০, লুমিয়া আইকন ফোনে। একই আপডেটের
ফলে ক্যামেরার শাটার চেপে ধরে রাখলে তা ভিডিও করতে শুরু করবে।
নতুন
আপডেটে উল্লিখিত ক্যামেরাগুলো ২৪ ফ্রেমে ৪কে
ভিডিও ক্যাপচার করবে
এবং প্রয়োজনে প্রতিটি ফ্রেম ৮.৩ মেগাপিক্সেলের আলাদা ইমেজ হিসেবেও সেইভ করা যাবে।
ক্যামেরাটিতে
যোগ করা হয়েছে হাই ডায়নামিক রেঞ্জ আর ডায়নামিক ফ্ল্যাশসহ রিচ ক্যাপচার
প্রযুক্তি। এর মাধ্যমে ফ্ল্যাশ বন্ধ থাকা অবস্থা থেকে শুরু করে ফ্ল্যাশ অন
হওয়ার আগ পর্যন্ত ছবি তোলা যাবে। সবশেষে নিজের ইচ্ছামত ছবিগুলো মার্জ করা
যায়।
লুমিয়া ডেনিম আপডেট আসবে এ বছরের শেষের দিকে।
লুমিয়া
সিরিজের বাইরে এইচটিসি ওয়ান এম৮ ফোনটিতেও এই আপডেট পাওয়া যাবে
বলে জানিয়েছে ম্যাশএবল।