কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৮২তম জন্মদিন - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 07, 2012

কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৮২তম জন্মদিন


আজ ৬ এপ্রিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৮২তম জন্মদিন। ১৯৩১ সালের এ দিনে বাংলাদেশের পাবনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও পাবনা প্রেসক্লাব পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। বেলা ১১টায় কেক কেটে তাঁর জন্মদিন পালন করেছে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব আলাদাভাবে কেক কাটা ও আলোচনার আয়োজন করবে।
করুণাময় দাশগুপ্তের মেয়ে রমা দাশগুপ্তই চলচ্চিত্রের সুচিত্রা সেন। ১৯৪৬ সালে দেশ বিভাগের আগে তাঁর বাবা সপরিবারে কলকাতা চলে যান। ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ নামে চলচ্চিত্রে
অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবনের শুরু। প্রথম ছবিটি মুক্তি না পেলেও ১৯৫৩ সালে উত্তম কুমারের বিপরীতে ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে অভিনয় করে তিনি খ্যাতি লাভ করেন।
সুচিত্রা সেন তাঁর ২৫ বছরের (১৯৫৩—১৯৭৮) অভিনয়-জীবনে ৬১টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ৫৪টি বাংলা আর সাতটি হিন্দি ছবি। রোমান্টিক নায়িকা হিসেবে খ্যাতি পাওয়া সুচিত্রা সেন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অগ্নিপরীক্ষা’, ‘সবার উপরে’, ‘শাপমোচন’, ‘সাগরিকা’, ‘শিল্পী’, ‘পথে হলো দেরী’, ‘হারানো সুর’, ‘গৃহদাহ’, ‘প্রিয় বান্ধবী’।
চলচ্চিত্র ছেড়ে গত ৩৩ বছর ধরে নিভৃতে জীবনযাপন করছেন একসময়ের সাড়া জাগানো এ অভিনেত্রী। মুনমুন সেন, রিয়া সেন, রাইমা সেন ও আত্মীয়দের সঙ্গে নিয়ে কাটছে তাঁর জীবন।
জন্মদিনে তিনি জনসমক্ষে না এলেও মানুষ তাঁকে মনে রেখেছে। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সুচিত্রা সেনের শৈশব স্মৃতিবিজড়িত পাবনার পৈতৃক ভিটা নিয়ে আইনি জটিলতা রয়েছে। এ জটিলতা কাটিয়ে ভিটা দখলমুক্ত করার আহ্বান জানিয়েছে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।

Post Bottom Ad