ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, April 17, 2012

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন


ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, রেলমন্ত্রী যদি গণতন্ত্র রক্ষায় পদত্যাগ করতেন, তাহলে প্রথম দিনই করতেন। এখন তিনি পদত্যাগ করেছেন অপমান-অপদস্ত হয়ে। শেখ হাসিনা ও সুরঞ্জিত সেনগুপ্ত দেশের গণতন্ত্র হত্যায় জড়িত।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর লালবাগের জামিয়া আরাবিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কওমি শিক্ষা কমিশন গঠন ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পদত্যাগের বিষয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।
আমিনী বলেন, ‘বিডিআরকে ধ্বংস করে দেশের নিরাপত্তা ধ্বংস করা হয়েছে। আল্লাহর কী হুকুম, সেই বিডিআরের কাছেই ধরা পড়লেন সুরঞ্জিত সেনগুপ্ত।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আমিনী দাবি করেন, ‘আন্দোলন করে কোনো মন্ত্রীকে পদত্যাগ করানো যায়নি। আল্লাহর ধরা শুরু হয়েছে। সুরঞ্জিত বাঁচতে পারেনি। শেখ হাসিনাও বাঁচতে পারবেন না।’ অর্থ কেলেঙ্কারির ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তকে গ্রেপ্তার ও তাঁর শাস্তি দাবি করেন আমিনী।
সরকার গঠিত কওমি মাদ্রাসার শিক্ষার ব্যবস্থাপনা ও কওমি শিক্ষার সনদের জন্য গঠিত কমিশন প্রত্যাখ্যান করে আমিনী বলেন, কওমি শিক্ষার সদনের স্বীকৃতি দেওয়ার সময় এ সরকারের হাতে নেই। কারণ, এখন তাদের পতনের সময়।
সরকার গঠিত শিক্ষা কমিশনের ষড়যন্ত্রে পা না দিতে এবং সরকারের দরবারি আলেমদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান আমিনী।

Post Bottom Ad