বাংলাদেশের কোচ হিসেবে আর থাকবেন না স্টুয়ার্ট লর - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, April 17, 2012

বাংলাদেশের কোচ হিসেবে আর থাকবেন না স্টুয়ার্ট লর

 বাংলাদেশের কোচ হিসেবে আর থাকবেন না। স্টুয়ার্ট লর পদত্যাগের এই আনুষ্ঠানিক ঘোষণাটা এল গতকাল সোমবার। এর এক দিন পরই আজ খবর বেরিয়েছে, বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট একাডেমির দায়িত্ব নিতে চলেছেন ল।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথাপাকাপাকি হয়েছে লর। দেশে ফিরেই একাডেমির দায়িত্ব বুঝে নেবেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান।
পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সময় স্টুয়ার্ট ল জানিয়েছিলেন, পরিবারকে সময় দিতেই বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে থাকা পরিবারকে সময় দেওয়ার সুবর্ণ সুযোগটাও হাতে এল লর। অস্ট্রেলিয়া একাডেমিও যে অবস্থিত ব্রিসবেনেই।
বাংলাদেশে থাকার আর আগ্রহ নেই জানিয়ে গত ৩০ মার্চ বিসিবির কাছে ই-মেইল করেন লর এজেন্ট। এর পর থেকে খবরটা চেপে রাখে বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত তা চাপা থাকেনি। গতকাল প্রথম আলোয় ছাপা হয় লর পদত্যাগের ইচ্ছার কথা। দুপুরে বাংলাদেশ দলের বিদায়ী কোচকে পাশে বসিয়ে তাঁর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বাংলাদেশের সঙ্গে লর দুই বছরের চুক্তি ছিল ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত। ল পদত্যাগের ঘোষণা দিলেও জালাল ইউনুস জানিয়েছেন, আগামী ৩০ জুন পর্যন্ত থেকে চুক্তির এক বছর শেষ করে যাবেন ল।

Post Bottom Ad