ঘুমের মধ্যে দুঃস্বপ্ন তাড়িয়ে, নির্মল প্রকৃতি, মনোরম ও স্নিগ্ধ-সুন্দর স্বপ্ন দেখাতে এসেছে নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন। সম্প্রতি যুক্তরাজ্যের রিচার্ড ওয়াইজম্যান নামের এক মনোবিজ্ঞানী নতুন এই আইফোন অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন। অ্যাপ্লিকেশনটি চালু রেখে ঘুমাতে গেলে ঘুমের মধ্যে তা সুন্দর স্বপ্ন দেখাবে ও মনকে প্রশান্ত করে তুলবে।
গবেষক ওয়াইজম্যানের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, অ্যাপ্লিকেশনটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তিনি আশা করছেন, পরীক্ষামূলক এ কাজে অনেকেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অংশ নেবেন।
ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের গবেষক ওয়াইজম্যান তাঁর এই অ্যাপ্লিকেশনটির নাম দিয়েছেন ড্রিম:অন। ওয়াইজম্যান নতুন এ অ্যাপ্লিকেশন সম্পর্কে জানিয়েছেন, ঘুমের মধ্যে কয়েকটি পর্যায় থাকে। এর মধ্যে ‘রেম’ নামের একটি বিশেষ পর্যায়ে মানুষ স্বপ্ন দেখে। অ্যাপ্লিকেশনটি ঘুমের এ বিশেষ পর্যায়ে বিভিন্ন ধরনের শব্দের আবহ তৈরি করবে। এ শব্দ হতে পারে পাখির কিচিরমিচির ডাক, ঝরনার শব্দ বা সমুদ্র তীরে বসে সমুদ্রের গর্জন বা বাগানের নির্জনতার আবহ। ঘুমের এ পর্যায়ে এসব শব্দ শুনলে মনোরম ও নৈসর্গিক দৃশ্য স্বপ্নের মধ্যে আসবে।
ওয়াইজম্যান আরও জানিয়েছেন, ২০টির বেশি আবহের শব্দ রয়েছে অ্যাপ্লিকেশনটিতে। স্বপ্নের মধ্যে বনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, মহাকাশযানে করে নভোচারীর বেশে মহাকাশ ভ্রমণ, বিমানে করে টোকিওর উদ্দেশে যাত্রা বা সমুদ্রসৈকতে শুয়ে থাকার মতো দৃশ্য কল্পনায় আনতে সাহায্য করবে সেসব শব্দ।
আইফোনে এ অ্যাপ্লিকেশনটিতে জেগে ওঠার জন্য সময় নির্ধারণ ও নির্দিষ্ট শব্দ আগে থেকেই ঠিক করে দিতে হয়। এরপর অ্যাপ্লিকেশন চালু রেখে বিছানায় গেলে ঘুমের মধ্যে নড়াচড়ার স্পন্দনে কাজ করে অ্যাপটি। জেগে ওঠার ২০ মিনিট আগে থেকে ঠিক করে রাখা শব্দটি বাজতে থাকে। কারণ, ঘুম ভাঙার ২০ মিনিট আগে থেকেই স্বপ্ন দেখার পর্যায় ‘রেম’ শুরু হয় বলেই জানিয়েছেন তিনি। ঘুম ভাঙার ঠিক দশ সেকেন্ড আগে অ্যালার্ম বাজিয়ে জাগিয়ে দেবে এ অ্যাপ্লিকেশনটি যাতে সদ্য দেখা স্বপ্নটি স্মৃতিতে থাকে। কারণ, গবেষকেরা বলেন, রেম পর্যায়ের পর স্বপ্ন ১০ সেকেন্ডের মধ্যেই স্মৃতি থেকে হারিয়ে যেতে পারে।
মনোবিজ্ঞানী ধারণা করছেন, এ ধরনের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত ব্যক্তি কী স্বপ্ন দেখবেন তা এই শব্দ দ্বারাই প্রভাবিত হবে। ফলে, ঘুমের মধ্যে ভয়ংকর কোনো স্বপ্ন দেখার বদলে সুন্দর স্বপ্ন দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটির ব্যবহারকারীরা। তবে এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকায় ব্যবহারকারীরা তাদের স্বপ্ন দেখার বিষয়টি ওয়াইজম্যানকে জানাতে পারবেন।
ড্রিম:অন নামের এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে ও বিস্তারিত dreamonapp.com ওয়েবসাইটে জানা যাবে। এই অ্যাপ্লিকেশনটি দুশ্চিন্তায় ভুগছেন এমন ব্যক্তিদের সাহায্য করতে পারবে বলেই আশা করছেন মনোবিজ্ঞানীরা।