- Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 23, 2012

বিনা বেতনে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ !

নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকার ক্ষমতায় আসার পরথেকে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে ,যেখানেই বিরোধী দলের মিছিল,সমাবেশ ,মানববন্ধন ঠিক সেখানে পৌছে যায় দেশ রক্ষায় নিয়োজিত ছাত্রলীগ ।তারা দেশীয় সব ধরনের অস্ত্র বহন করতে পারবে ।তারা একশনে যাবে পুলিশ আসামি ধরে শুধু জেলে ভরবে ।সরকারের কাছে আবেদন অযথা পুলিশকে বেতন না দিয়ে বিনা বেতনে ছাত্রলীগকে দায়িত্ব দেয়া হোক ।তাহলে জনগন ফ্রি সেবার পাশাপাশি সরকারের অনেক টাকা বেচে যাবে ।


১. বিএনপির নেতৃত্বাধীন জোটের মহাসমাবেশ সামনে রেখে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
মাজার রোডের মোড়ে কর্মীবেষ্টিত হয়ে সকাল থেকেই বসে আছেন মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হানিফ। পুলিশ থাকতেও আওয়ামী লীগের কর্মীরা কেন গাড়ি থামিয়ে তল্লাশি করছেন, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপি ও জামায়াত যাতে নাশকতা করতে না পারে, সে জন্যই আমরা পুলিশকে সহায়তা করছি।’
২. রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রলীগের এসব তৎপরতা সম্পর্কে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রথম আলোকে বলেন, বিএনপি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছে। ছাত্রলীগ সাধারণ ছাত্রদের নিয়ে এসব প্রতিহত করেছে

হরতালে শক্ত অবস্থানে ছিল আওয়ামী লীগ :
স্বাধীনতা পরবর্তি সময়ে তত্‍কালীন বাকশাল সরকার রহ্মিবাহিনী গঠন করেছিল বিরোধীদের দমন করতে আর তারই অনুকরনে এখন ছাত্রলীগকে সরকারি মদদে পুলিশের পাশাপাশি সন্ত্রাসি কর্মকান্ডে লেলিয়ে দেয়া হচ্ছে। এই সরকার ছাত্রলীগকে রহ্মীবাহিনীর বিকল্প বাহিনী হিসাবে ব্যাবহার করছে!এভাবে এই সরকার বাকশাল গঠনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।যা এদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গভীর উদ্বেগের বিষয়

Post Bottom Ad