বাড়িতে থাকলে খুন, বাইরে গেলে গুম - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 28, 2012

বাড়িতে থাকলে খুন, বাইরে গেলে গুম

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মনে করেন, দেশ যেভাবে চলছে, এভাবে কোনো দেশ চলতে পারে না। তিনি বলেন, ‘মানুষ বাড়িতে থাকলে থাকলে হয় খুন আর বাড়ি থেকে বাইরে গেলে হয় গুম। দেশে সাংসদদের পর্যন্ত নিরাপত্তা নেই। তাঁরা একা চলতে ভয় পাচ্ছেন।’
আজ শনিবার বিকেলে মুন্সিগঞ্জের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক প্রয়াত বজলুর রহমানের স্মরণসভায় এরশাদ এসব কথা বলেন।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, মানুষ পরিবর্তন চায়। মানুষ শান্তিতে থাকতে চায়। জিনিসপত্রের দাম কম চায়। তাই শান্তিতে থাকলে হলে নিরাপদে থাকতে হলে তিনি জাতীয় পার্টিকে ভবিষ্যতে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এই সরকারকে ভবিষ্যতে আর ক্ষমতায় না আনার জন্যও তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
বিএনপিকেও ক্ষমতায় না আনার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘যারা হরতাল দিয়ে গাড়ি জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে, স্কুল-কলেজ বন্ধ করে দিচ্ছে। তাদেরও ক্ষমতায় আনবেন না। আপনারা এই সরকারকেও চান না, যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, তাকেও চান না। আপনাদের সামনে বিকল্প পথ একটাই—জাতীয় পার্টি। শান্তিতে থাকতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।’ তিনি তাঁকে আরেকবার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের মুখে হাসি ফুটাতে চাই।’

Post Bottom Ad