নতুন দুটি এসি স্লিপার কোচ গাড়ি চালু করল গ্রিনলাইন পরিবহন
গ্রিনলাইন পরিবহনে
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার পথে চলাচলের জন্য নতুন দুটি এসি স্লিপার কোচ গাড়ি
আনা হয়েছে। গতকাল দুপুরে এই আধুনিক গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। রাজধানীর রাজারবাগে পরিবহন কম্পানির ডিপোতে এ
অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, রাজনৈতিক সহিংসতায় এ পর্যন্ত হাজারখানেক গাড়ি
পোড়ানো হয়েছে। অর্ধশতাধিক শ্রমিকের প্রাণহানি ঘটেছে। তার পরও মালিকরা নতুন
গাড়ি নামিয়ে সেবা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন।
অনুষ্ঠানে
অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফোডারেশনের সাধারণ
সম্পাদক ওসমান আলী, গ্রিনলাইন পরিবহনের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন।
আপাতত প্রতিদিন রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে একটি বাস। প্রতিটি আসনে ঢাকা
থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া দুই হাজার ৫০০ টাকা, চট্টগ্রাম পর্যন্ত ভাড়া
রাখা হবে এক হাজার ৬০০ টাকা।