প্রেমে পড়লে মেয়েরা যে ৭টি কাজ নির্বোধের মতো করেন - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, July 06, 2014

প্রেমে পড়লে মেয়েরা যে ৭টি কাজ নির্বোধের মতো করেন

কারো প্রেমে পড়লে মনটা পাগলপ্রায় হয়ে থাকে

  আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে বিশেষ করে মেয়েদের অবস্থা হয় শোচনীয়। ছেলেটি আসলে কেমন, সম্পর্কে জড়ালে তার ভবিষ্যৎ কী ইত্যাদি ইত্যাদি। এগুলো সবই বাস্তবসম্মত চিন্তা-ভাবনা। কিন্তু আরো কিছু কাজ রয়েছে যেগুলো পুরোই অনর্থক এবং ফালতু বলা যায়। কারো প্রেমে পড়লে মেয়েরা এমন যে অর্থহীন কাজগুলো করেন তার উল্লেখযোগ্য সাতটি জেনে নিন।
১. ছেলেটির সোশাল মিডিয়ায় ঢুঁ মারা : প্রতিদিন ছেলেটির সোশাল মিডিয়ায় ঘাঁটাঘাঁটি করাটা অন্যতম কাজ হয়ে দাঁড়ায়। বিশেষ করে তার রিলেশনশিপ স্ট্যাটাস এর ঘরটিতে চোখ দিতে হয় প্রতিনিয়ত। তাকে বন্ধু হিসেবে তালিকাভুক্ত করবেন কিনা তা নিয়ে ব্যাপক চিন্তার সঙ্গে ছেলেটি সম্পর্কে নতুন নতুন তথ্য সংগ্রহের জন্য উদগ্রীব হয়ে থাকে মন।
২. তার আগ্রহের প্রতি নিজের আগ্রহ জন্মে : ধরা যাক ছেলেটি বিশেষ এক শিল্পীর গান পছন্দ করেন। এটি জানার পর মেয়েটিও ওই শিল্পীর গান ডাউনলোড করে শুনতে শুরু করেন এবং এ গানগুলোই তার ভালো লাগতে থাকে। এমনকি আগে এসব গান না শুনে থাকলেও এখন শুনতে মন চায়।
৩. পোশাক নিয়ে দুশ্চিন্তা : পছন্দের ছেলেটির সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বা একই ক্যাম্পাসে পড়ালেখা করার সুযোগ থাকলে পোশাক নির্বাচন নিয়ে ব্যাপক পেরেশানিতে পড়ে যান মেয়েরা। শুধুমাত্র তার জন্যই চোখে মাশকারা আর লিপস্টিক অতিযত্নে ব্যবহার করেন মেয়েরা। আর একবার যদি তার সঙ্গে দেখা না হয়, তবে মনটাই ভেঙে যায়।
৪. প্রতিনিয়ত তাকে মনে করা : বন্ধুদের সঙ্গে আড্ডায় বা একাকী- সব অবস্থাতেই ছেলেটির কথা মনে আসে। তা ছাড়া কোনো না কোনো প্রসঙ্গে তার কথা টেনে আনাটা যেন জরুরি দায়িত্বের মধ্যে পড়ে যায়।
৫. প্রতি শব্দের বিশ্লেষণ : যদি ছেলেটি কোনো মেসেজ পাঠিয়ে থাকেন বা কোনো কথা বলেন, এরপর মেয়েটির কাজ হয় তার প্রতিটি শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা। এক একটি শব্দকে নানা অর্থে বিশ্লেষণ করে বিভিন্ন অর্থ তৈরি করা অন্যতম সময়ক্ষেপণের কারণ হয়ে দাঁড়ায়।
৬. অন্য মেয়েদের প্রতিযোগী ভাবা : যেকোনো কারণে পছন্দের ছেলেটির সঙ্গে কোনো মেয়েকে কথা বলতে দেখলেই অকারণে ওই মেয়েটির প্রতি রীতিমতো ঘৃণা চলে আসে। পৃথিবীর প্রতিটি মেয়েকেই নিজের প্রতিযোগী বলে মনে হবে তখন।
৭. কান্না করা : কারো প্রেমে পড়লে কান্না করার কিছু নেই। কিন্তু অকারণে ছেলেটির জন্য কয়েক ফোঁটা চোখের জল ফেলানো মেয়েদের অকাজের একটি। আর ছেলেটির কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেলে তো কথাই নেই, মেয়েরা এমন কান্না জুড়িয়ে দেয় মনে হয় তার জীবনের বড় কিছু খোয়া গেছে।

Post Bottom Ad