ব্রাজিল সমর্থকদের বৈরিতা ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে শিরোপা জিততে আরো বেশি তাতিয়ে দিচ্ছে বলে মনে করেন পাবলো সাবালেতা। ব্রাজিলের মাটি থেকে শিরোপা জিতে বাড়ি ফেরাটা তাই 'বিশেষ' এক ব্যাপার হবে বলেই মনে করেন দেশটির রক্ষণভাগের অন্যতম ভরসা।
"এই দেশে (ব্রাজিল) খেলাটা আমাদের জন্য বিশেষ কিছু, কারণ এই বিশ্বকাপে যখন ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার বিপক্ষে। কখনো কখনো সব মানুষ যখন আপনার বিপক্ষে থাকবে, আপনি তখন আরো শক্তিশালী মনে করবেন।"
ব্রাজিল সমর্থকদের বিরোধিতার পরও আর্জেন্টিনা ভালো করেছে দেখে গর্বিতও সাবালেতা।
দক্ষিণ আমেরিকার ফুটবল সমর্থকরা স্বপ্ন দেখেছিল মারাকানার ফাইনালে দক্ষিণ আমেরিকার দুটি দেশ মুখোমুখি হবে। কিন্তু ব্রাজিল জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যাওয়ায় তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস সেমি-ফাইনালে ব্রাজিলের অনেক সমর্থকই ডাচদের সমর্থন দেয়। তবে ডাচ-বাধা পেরিয়ে আর্জেন্টিনা ঠিকই ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালেও ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনার বিরোধিতা করবে বলেই ধরে নিচ্ছে সবাই। ব্রাজিলের অনেক সমর্থক এটা বলেও রেখেছেন।
তবে আর্জেন্টিনার মানুষের উন্মাদনা সাবালেতাকে সাহস যোগাচ্ছে। অনেক ত্যাগ স্বীকার করে দলকে সমর্থন করতে আর্জেন্টিনা থেকে প্রচুর সমর্থক ব্রাজিলে পা রেখেছে। দেশের মানুষের এই ত্যাগ আর্জেন্টিনা দলের বড় প্রেরণা বলে উল্লেখ করেন সাবালেতা।
"আর্জেন্টিনায় এমনটাই হয়। আমরা ফুটবল ভালোবাসি। আমরা জানি, আরেকটা বিশ্বকাপ জয় দেশের জন্য কতটা বিশেষ ব্যাপার হবে।"
এই অনুভূতিই আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ জয়ের জন্য আত্মবিশ্বাসী করে তুলছে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার।
'আর্জেন্টিনাতে আমরা যেমন বলি: আমরা ফাইনাল খেলি না, আমরা ফাইনাল জিতি।"