আজকের ভবিষ্যৎ বিশ্ব শাসন করবে যে ৯ শিশু - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, May 12, 2014

আজকের ভবিষ্যৎ বিশ্ব শাসন করবে যে ৯ শিশু

বিশ্বের ক্ষমতাশালী বেশ কয়েকটি পরিবারে জন্ম নিয়েছে নতুন শিশু।

তাদের মধ্যে কয়েকজন শাসন করবে বিশ্বের প্রতাপশালী দেশ, মিডিয়া ও ব্যবসা সাম্রাজ্য। আর এ দেশগুলো থেকেই নিয়ন্ত্রণ হবে সারা বিশ্ব। ফলে আজকের এ শিশুরাই হতে যাচ্ছে ভবিষ্যতের প্রতাপশালী নেতা। এক প্রতিবেদনে এমন কয়েকজন শিশুর কথা প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। 
১. বুশ পরিবারের নতুন মুখ : মার্গারেট লরা মিলা হ্যাগার শিশুটির মা জেনা বুশ হ্যাগার ও পিতা হেনরি হ্যাগার। গত এপ্রিলে জন্ম নেওয়া শিশুটি মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের পৌত্র। আর রাজনৈতিকভাবে প্রভাবশালী এ পরিবারের সন্তানটি যে ভবিষ্যতে প্রতাপশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠবে, সে ধারণা করছেন অনেকেই।
২. হলিউডের ভবিষ্যৎ : ড্যাশিয়েল ওয়েইনস্টেইন হলিউডের সবচেয়ে বড় প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইন ও তার স্ত্রী জর্জিনা চ্যাপম্যানের প্রথম ছেলে ড্যাশিয়েল। বিশ্ব বিনোদন ইতিহাসে তার বড় ভূমিকা থাকবে বলে আশা করা হচ্ছে।
৩. ভবিষ্যৎ বিজনেস ম্যাগনেট : লিয়া লোউ অ্যাব্রামোভিচ রাশিয়ান শীর্ষ ধনী রোমান অ্যাব্রামোভিচ ও তার মডেল গার্লফ্রেন্ড ডাশা জুকোভার দ্বিতীয় সন্তান লিয়া লোউ। নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী এ শিশুটি জন্মসূত্রে মার্কিন নাগরিক। তার পিতা চেলসি ফুটবল ক্লাবের মালিক স্বাভাবিকভাবেই তার জন্য বিপুল অর্থবিত্ত রেখে যাবেন বলে ধারণা করা যায়।
৪. ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার : প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইস অফ ক্যামব্রিজ ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম ও রাজবধূ কেটের সন্তান প্রিন্স জর্জ। গত বছরের জুলাইতে জন্মগ্রহণকারী এ সন্তানটি ইতোমধ্যেই মিডিয়ার দৃষ্টি কেড়েছে। তার মায়ের মতো সেও এক ফ্যাশন আইকন হয়ে উঠছে। 
৫. ভবিষ্যৎ তারকা : নর্থ ওয়েস্ট কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্টের সন্তান নর্থ ওয়েস্ট বা নোরি জন্ম নিয়েছে গত জুনে। তাদের সন্তানের এমন অসাধারণ নাম দেওয়ার কারণে ইতোমধ্যেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। সব সময়ই মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা তারকা পরিবারের বংশধর এ শিশুটি ভবিষ্যতেও যে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করবে, তা অনেকেই ধারণা করছেন। 
৬. ভবিষ্যতের প্রতাপশালী ব্যবসায়ী : জোসেফ ফ্রেডরিক কুশনার জোসেফের পিতা রিয়াল এস্টেট ও মিডিয়া মোগল জেয়ার্ড কুশনার। তার মা ইভাংকা ট্রুম্পও একজন শীর্ষ ব্যবসায়ী। ধনী ব্যবসায়ী পরিবারের এ সন্তানটি ভবিষ্যতে তাদের পারিবারিক ধন-সম্পদের কারণে বিপুল সম্পদের অধিকারী হবে বলে ধারণা করা হচ্ছে।
৭. ভবিষ্যৎ কমেডি কিং : ওটিস আলেকজান্ডার সুডেইকিস প্রখ্যাত কমেডি অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ড ও জ্যাসন সুডেইকিস দম্পতির সন্তান ওটিস আলেকজান্ডার। তার পিতা-মাতা উভয়েই মানুষকে হাসানোর ব্যাপারে ওস্তাদ। আর তাদের সন্তানও সারা বিশ্বের মানুষকে হাসাবে এটাই আশা করা হচ্ছে। 
৮. ভবিষ্যৎ টেনিস তারকা : লিও ও লেনি ফেডেরার টেনিস কিংবদন্তি রজার ফেডেরার ও তার স্ত্রী মিরকার যমজ ছেলে লিও ও লেনি ফেডেরার। সুইস এ দম্পতির চার বছর বয়সি আরেক জোড়া যমজ মেয়ে সন্তান আছে। তাদের পিতা যদি ঠিকভাবে তাদের প্রশিক্ষণ দেয় তাহলে টেনিস সাম্রাজ্যের ভবিষ্যৎ অধিপতি হওয়ার কথা এদের মধ্য থেকেই। 
৯. ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট : বেবি ক্লিনটন-মেজভিনস্কি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ও মার্ক মেজভিনস্কির সন্তান হতে যাচ্ছে। গত মাসেই এ শিশুটির আগমনের বার্তা ঘোষণা করেছেন চেলসি। ক্লিনটন ও হিলারি দম্পতির প্রভাবে শিশুটির রাজনৈতিক জীবন উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। 

৪. ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার : প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইস অফ ক্যামব্রিজ
ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম ও রাজবধূ কেটের সন্তান প্রিন্স জর্জ। গত বছরের জুলাইতে জন্মগ্রহণকারী এ সন্তানটি ইতোমধ্যেই মিডিয়ার দৃষ্টি কেড়েছে। তার মায়ের মতো সেও এক ফ্যাশন আইকন হয়ে উঠছে। - See more at: http://www.kalerkantho.com/online/world/2014/05/11/83037#sthash.kKuK8ral.dpuf
 
৪. ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার : প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইস অফ ক্যামব্রিজ
ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম ও রাজবধূ কেটের সন্তান প্রিন্স জর্জ। গত বছরের জুলাইতে জন্মগ্রহণকারী এ সন্তানটি ইতোমধ্যেই মিডিয়ার দৃষ্টি কেড়েছে। তার মায়ের মতো সেও এক ফ্যাশন আইকন হয়ে উঠছে। - See more at: http://www.kalerkantho.com/online/world/2014/05/11/83037#sthash.kKuK8ral.dpuf
বিশ্বের ক্ষমতাশালী বেশ কয়েকটি পরিবারে জন্ম নিয়েছে নতুন শিশু। - See more at: http://www.kalerkantho.com/online/world/2014/05/11/83037#sthash.kKuK8ral.dpuf
বিশ্বের ক্ষমতাশালী বেশ কয়েকটি পরিবারে জন্ম নিয়েছে নতুন শিশু। - See more at: http://www.kalerkantho.com/online/world/2014/05/11/83037#sthash.kKuK8ral.dpuf
বিশ্বের ক্ষমতাশালী বেশ কয়েকটি পরিবারে জন্ম নিয়েছে নতুন শিশু। - See more at: http://www.kalerkantho.com/online/world/2014/05/11/83037#sthash.kKuK8ral.dpuf
বিশ্বের ক্ষমতাশালী বেশ কয়েকটি পরিবারে জন্ম নিয়েছে নতুন শিশু। - See more at: http://www.kalerkantho.com/online/world/2014/05/11/83037#sthash.kKuK8ral.dpuf

Post Bottom Ad