রাজধানীর ফকিরাপুল ও শেওড়াপাড়া এলাকায় আজ শনিবার সন্ধ্যায় দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পল্টন থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফকিরাপুলের কালভার্ট রোড
এলাকায় সড়কের পাশে থাকা একটি নীল রঙের মাইক্রোবাসে কে বা কারা আগুন লাগিয়ে
দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে গাড়িটির আসন ও
গ্লাস পুড়ে গেছে। ঘটনার সময় গাড়িতে কেউ ছিল না। এতে কেউ হতাহত হয়নি।