চট্টগ্রামে ৯ কোটি টাকার ইয়াবা আটক - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, May 18, 2012

চট্টগ্রামে ৯ কোটি টাকার ইয়াবা আটক

 
ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরী চট্টগ্রামের আসাদগঞ্জ থেকে শুক্রবার ভোর রাতে ইয়াবার একটি বড় চালান আটক করেছে র‌্যাব যেটিকে এখন পর্যন্ত উদ্ধার করা সবচেয়ে বড় চালান বলে দাবি করা হয়েছে। এ সময় আবদুর রশিদ নামের এক মাদক চোরাচালানকারীসহ চার জনকে গ্রেপ্তার করা হয়।র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-১ এবং র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে বরইয়ের বস্তার ভেতর থেকে প্রায় ২ লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট আটক করে। ইয়াবার এই চালানটি এখন পর্যন্ত আটক করা সবচেয়ে বড় চালান বলে তিনি জানিয়েছেন।
র‌্যাব ৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিয়াউল আহসান সারওয়ার জানান
, আসাদগঞ্জ মসজিদের সামনে একটি ট্রাক থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ সময় বরইয়ের বস্তার মধ্যে রাখা ইয়াবার প্যাকেটগুলো নামানো হচ্ছিল। র‌্যাব ৭, র‌্যাব ১ ও র‌্যাবের গোয়েন্দা সংস্থা রাত থেকে এ অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার করা হয়, আবদুর রশীদ, সাব্বির, আতাউর ও ইসমাইলকে।

এম সোহায়েল জানান, ইয়াবার এই চালান মিয়ানমার থেকে বৃহস্পতিবার রাতে চট্রগ্রাম পৌঁছে। গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ বাংলাদেশের বড় মাদক চোরাচালানকারী বলে তিনি দাবি করেন। আটককৃত ইয়াবার মূল্য অনুমানিক ৯ কোটি টাকা বলে জানান তিনি।

Post Bottom Ad