
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা কমিটির বৈঠকে শুক্রবার সর্বসম্মতিক্রমে শাহরুখের বিরুদ্ধে এই সিদ্ধান্ত হয় বলে টাইমস অফ ইন্ডিয়া জানায়।
শাহরুখের বিরুদ্ধে অভিযোগ, বুধবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ৩২ রানের জয় পাওয়ার পর কয়েক সঙ্গীকে নিয়ে মাঠে ঢুকতে চান তিনি। তখন নিরাপত্তা কর্মীরা শাহরুখকে বাধা দিলে তিনি তাদের ওপর চড়াও হন। এক পর্যায়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এগিয়ে এলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এই বলিউড তারকা।এর আগে বৃহস্পতিবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ
রবি সাওয়ান্ত বলেন, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শাহরুখ খানকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের বিরুদ্ধে থানায় একটি অভিযোগও করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাস রাও দেশমুখ বলেন, “আইনের লঙ্ঘন হলে ব্যবস্থা নিতে হবে। কোন্ ব্যক্তি তা করেছে সেটা বিবেচ্য বিষয় নয়। আমরা তার ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছি এবং সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত এসেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে ম্যাচই হোক না কেন সব ক্ষেত্রেই এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।”
ঘটনার সময় শাহরুখ খান পুরোপুরি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। তবে এ অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শাহরুখ খান বলেন, “আমি মদ্যপ ছিলাম না। আমি আমার ছেলে-মেয়েদের উঠিয়ে আনতে গিয়েছিলাম। কর্মকর্তারা খুবই মারমুখী অবস্থায় ছিলেন। আমি তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ হলেও কিছুক্ষণ পরেই তা ভুলে যাই। আমি ক্ষোভের সঙ্গে কিছু কথা বলেছিলাম। আমি একা ছিলাম। আর তারা ২০ থেকে ২৫ জন কর্মকর্তা ছিলেন এবং খুবই রূঢ় ছিলেন।” ওই কর্মকর্তাদেরই তার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন শাহরুখ।
শাহরুখকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্তনেয়া হয়নি বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। বৃহস্পতিবার নয়া দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িত সব পক্ষের বক্তব্য নেওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে এবং তা নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুক্লা বলেন, “এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, শাহরুখ খান ও পুলিশের বক্তব্য শুনবো।”