মার্চ থেকে নভেম্বর অফিসে স্যুট না পরার নির্দেশ - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, June 05, 2012

মার্চ থেকে নভেম্বর অফিসে স্যুট না পরার নির্দেশ



আনুষ্ঠানিক বাধ্যবাধকতা ছাড়া মার্চ থেকে নভেম্বর পর্যন্ত অফিসে স্যুট-টাই না পরতে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
  মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়ে স্যুট-টাই-এর পরিবর্তে প্যান্ট, শার্ট (অর্ধ/পুরাহাতা) পরতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “মন্ত্রিপরিষদ বিভাগের ১ সেপ্টেম্বর, ২০০৯ তারিখের পরিপত্রের মাধ্যমে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত সংস্থার পুরুষ কর্মকর্তাদের মার্চ-নভেম্বর সময়ে আনুষ্ঠানিক বাধ্যবাধকতা ছাড়া স্যুট-টাই পরিধান না করে অফিসে প্যান্ট, শার্ট (অর্ধ/পুরাহাতা) পরিধানের নির্দেশনা প্রদান করা হয়।”

বিজ্ঞপ্তিতে ২০০৯ সালের আদেশ যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। 

Post Bottom Ad