নীলক্ষেতে বাসচাপায় শিক্ষার্থী নিহত
শনিবার
দুপুরে এই ঘটনার পর বিক্ষুব্ধরা সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর
করে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাজ্জাদুল ইসলাম এনামুল (২০) ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (নিট) শিক্ষার্থী।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বেলা ২টার দিকে সাজ্জাদ নীলক্ষেত প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বাই সাইকেলে করে যাচ্ছিলেন।
এমন সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
সাজ্জাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, এই শিক্ষার্থী মারা গেছেন।
সাজ্জাদের বাসা শাহবাগে। তিনি নীলক্ষেতে কোচিং শেষ করে টিউশনি করতে যাচ্ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পুলিশ জানায়,ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ৪/৫ গাড়ি ভাংচুর করে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত সাজ্জাদুল ইসলাম এনামুল (২০) ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (নিট) শিক্ষার্থী।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বেলা ২টার দিকে সাজ্জাদ নীলক্ষেত প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বাই সাইকেলে করে যাচ্ছিলেন।
এমন সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
সাজ্জাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, এই শিক্ষার্থী মারা গেছেন।
সাজ্জাদের বাসা শাহবাগে। তিনি নীলক্ষেতে কোচিং শেষ করে টিউশনি করতে যাচ্ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পুলিশ জানায়,ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ৪/৫ গাড়ি ভাংচুর করে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।