রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে।শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী এ মেলার ১৯তম
আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর মেলার একটি
প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে রাজধানীর
শেরেবাংলা নগরে মেলায় এ বছর দেশি-বিদেশি ৪৭৩টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে।
অংশ নিচ্ছে ১২টি দেশ।প্রতিবছর ১ জানুয়ারি থেকে এ মেলা শুরু হলেও নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল অবরোধের কারণে ১০ দিন পেছানো হয়।এর মধ্যেই ৫ জানুয়ারি হয় সাধারণ নির্বাচন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া আরো বক্তব্য রাখেন এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাণিজ্য সচিব মাহবুব আহম্মেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাশীষ বসু প্রমুখ।