‘এসএমবি’ ব্যান্ড দলগুলোর নতুন সংগঠন - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, May 10, 2014

‘এসএমবি’ ব্যান্ড দলগুলোর নতুন সংগঠন

‘সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস বাংলাদেশ’ (এসএমবি)।

জনপ্রিয় ব্যান্ড আর্ক, আর্টসেল, অরণ্য, পেন্টাগন, শিরোনামহীন, গাছ, যাত্রী, পাওয়ারসার্স এবং সিক্সসহ আরো অনেকগুলো ব্যান্ডের সমন্বয়ে যাত্রা শুরু করলো ‘সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস বাংলাদেশ’ (এসএমবি)। বৃহষ্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যান্ড দলগুলোর নতুন এই সংগঠনটির নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে এসএমবির কাজের সম্ভাব্য পরিধি প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক ও আর্টসেল ব্যান্ডের এরশাদুজ্জামান জানান, বছরব্যাপী আউটডোর, ইনডোর ও লাউঞ্জ কনসার্ট আয়োজন, মিউজিক্যাল ওয়ার্কশপ, ব্যান্ড সংগীতশিল্পীদের মিলনমেলা, পুরস্কার বিতরণ, দেশব্যাপী বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হবে।
এসএমবি’র ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সংগঠনটির সভাপাতি ও ব্ল্যাক ব্যান্ডের মেহমুদ আফ্রিদী টনি সাংবাদিকদের জানান, ব্যান্ড সংগীতকে আরও জনপ্রিয় করে তোলা, ব্যান্ড মিউজিকের প্রসারে নির্দিষ্ট ভেন্যুর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা প্রদান, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে সংগীতানুষ্ঠান আয়োজন, সরকারের সহযোগীতায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ, পাইরেসি বন্ধে উদ্যোগ গ্রহণ, দুর্যোগ মোকাবেলায় ফান্ড তৈরী এবং বিলুপ্তমান সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে এসএমবি’র উদ্যোগে আগামী ২৪ মে গুলশানের সেফরন হোটেলে মোট ২০টি ব্যান্ডের অংশগ্রহনে দিনভর কনসার্টের আয়োজন করা হয়েছে বলেও সংগঠনটি থেকে জানানো হয়। 
সংবাদ সম্মেলনে আরো উপাস্থিত ছিলেন ব্যান্ড তারকা হাসান, আর্ক ব্যান্ডের মোরশেদ খান, সিক্স ব্যান্ডের রোমান্স, পাওয়ারসার্সের জামশেদ, পেন্টাগনের মোহাম্মদ আলী সুমন প্রমুখ।

Post Bottom Ad