আসিফ মাতাবেন লেবানন - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, May 10, 2014

আসিফ মাতাবেন লেবানন

আবারও কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন কণ্ঠশিল্পী আসিফ ।

 আবারও দেশ-বিদেশের কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সেই ধারাবাহিকতায় এবার দুটি কনসার্টে অংশ নিতে লেবানন যাচ্ছেন তিনি। 
পাম্মা প্রোডাকশনের উদ্যোগে আগামী ১১ ও ১৮ মে লেবাননের রাজধানী বেইরুতে দুইটি আলাদা কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই কনসার্টে আসিফের সঙ্গে থাকবেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু, লেমিস ও চিত্রনায়িকা শাহনূর।
আসিফ জানান, লেবাননে এটাই তার প্রথম সফর। তাছাড়া এটি এমন একটি দেশ যেখানে সচরাচর আমাদের যাওয়ার সুযোগও হয় না। ফলে এই দেশটি নিয়ে তার আগ্রহ একটু বেশিই। আগামীকাল শুক্রবার লেবাননের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন আসিফ ও তার সতীর্থরা।
উল্লেখ্য, আগামী ২১ মে লেবানন থেকে ঢাকায় ফিরবেন আসিফ। দেশে ফিরেই ঈদের অ্যালবাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Post Bottom Ad