১৯২-কোর টেগরা প্রসেসর আনছে এনভিডিএ - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, January 21, 2014

১৯২-কোর টেগরা প্রসেসর আনছে এনভিডিএ

পরবর্তী প্রজন্মের মোবাইল ডিভাইসের জন্য ১৯২-কোরের চিপ বানানোর ঘোষণা দিয়েছেন আমেরিকার গ্লোবাল টেকনোলজি কোম্পানি এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেন-শুন হুয়াং।
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে ৭ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (সিইএস) ২০১৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দিয়েছে এনভিডিয়া।
একই অনুষ্ঠানে প্রদর্শনীর জন্য হুয়াং কেপলার আর্কিটেকচারে তৈরি ১৯২-কোর টেগরা কে ওয়ান প্রসেসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে জানিয়েছে বাণিজ্য সাময়িকী ফোর্বস।
হুয়াং বলেন, “মোবাইল কম্পিউটিংকে আমরা ডেস্কটপ কম্পিউটিং ও সুপার কম্পিউটিংয়ের পর্যায়ে নিয়ে যেতে চাই।”
এদিকে এনভিডিএ জানায়, টেক জায়ান্ট অ্যাপলের এ সেভেন প্রসেসরের চেয়ে টেগরা কে ওয়ান তিনগুণ দ্রুত তথ্যগতি সম্পন্ন। পরবর্তী প্রজন্মের গেইমিং কনসোল ও মোবাইল ডিভাইসে এ প্রযুক্তি ব্যবহৃত হবে।
উল্লেখ্য টেগরা থ্রি ছিল মোবাইল ডিভাইসের প্রথম কোয়াড কোর প্রসেসর।

Post Bottom Ad