দক্ষিণ আফ্রিকার কুলিনান খনি থেকে দুষ্প্রাপ্য নীল হীরা পাওয়া গেছে।
প্রিটোরিয়ার অদূরে অবস্থিত এ খনি থেকে হীরাটি আবিষ্কার করে এর পরিচালনাকারী
প্রতিষ্ঠান পেত্রা ডায়মন্ডস। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা
জানানো হয়।
গতকাল এক বিবৃতিতে পেত্রা ডায়মন্ডস কর্তৃপক্ষ জানায়, ২৯ দশমিক ৬ ক্যারেটের এ হীরাটি পৃথিবীর অন্যতম দুষ্প্রাপ্য হীরা। এর রং নীল। এটিকে ঘষেমেজে নিলে আরও সুন্দর করে তোলা সম্ভব। এতে রত্ন হিসেবে এর মূল্যও বেড়ে যাবে।
কুলিনান খনিটি নীল হীরার জন্য প্রসিদ্ধ। এ খনি থেকে পেত্রা ডায়মন্ডস বেশ কয়েকবার নীল হীরা উত্তোলন করেছে। সর্বশেষ ২০১৩ সালে ২৫ দশমিক ৫ ক্যারটের একটি নীল হীরা পেয়েছিল পেত্রা ডায়মন্ডস। ওই হীরাটি তারা এক কোটি ৬৯ লাখ (১৩০ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা) মার্কির ডলারে বিক্রি করে।
গতকাল এক বিবৃতিতে পেত্রা ডায়মন্ডস কর্তৃপক্ষ জানায়, ২৯ দশমিক ৬ ক্যারেটের এ হীরাটি পৃথিবীর অন্যতম দুষ্প্রাপ্য হীরা। এর রং নীল। এটিকে ঘষেমেজে নিলে আরও সুন্দর করে তোলা সম্ভব। এতে রত্ন হিসেবে এর মূল্যও বেড়ে যাবে।
কুলিনান খনিটি নীল হীরার জন্য প্রসিদ্ধ। এ খনি থেকে পেত্রা ডায়মন্ডস বেশ কয়েকবার নীল হীরা উত্তোলন করেছে। সর্বশেষ ২০১৩ সালে ২৫ দশমিক ৫ ক্যারটের একটি নীল হীরা পেয়েছিল পেত্রা ডায়মন্ডস। ওই হীরাটি তারা এক কোটি ৬৯ লাখ (১৩০ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা) মার্কির ডলারে বিক্রি করে।