আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের কঠোর সমালোচনা করে মন্ত্রণালয়ে দায়িত্বে পরিবর্তন চেয়েছেন ।
স্বরাষ্ট্র
ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্ব তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেছেন, “তাই একজন নেতৃত্বশালী, ব্যক্তিত্ববান
এবং আইন সম্পর্কে ধারণাশীল ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে।”
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠীর আলোচনা সভায় একথা বলেন তিনি।
নারায়ণগঞ্জে সিটি কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
অপহরণের পরপরই কাউন্সিলর নজরুলের পরিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করলে তিনি উদ্ধারের আশ্বাস
দিয়েছিলেন।
এই হত্যাকাণ্ডের প্রধান আসামি সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেনের বাড়িতে সাতদিন পর অভিযান চালায় পুলিশ।
অপহরণের পর পুলিশের তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুরঞ্জিত বলেন, “সাত দিন আপনারা কী করেছেন? অভিযোগের সঙ্গে সঙ্গে কেন ব্যবস্থা নেননি? সাত দিন অনেক সময়। এর মধ্যে অপরাধীরা বহু আলামত সরিয়ে ফেলার সুযোগ পেয়েছে।
“যদি সময় নষ্ট না করা হত, তা
হলে অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হত, অনেক আলামতও সংগ্রহ করা যেত। এই বিলম্ব
অমার্জনীয়।”এই
হত্যাকাণ্ডের সঙ্গে র্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন নিহত নজরুলের শ্বশুর
শহীদুল ইসলাম।
প্রশাসনের যোগসাজশের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, “নারায়ণগঞ্জের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যে সব ব্যক্তিদের প্রত্যাহার করা হয়েছে, তাদের ক্রিমিনাল নিগলিজিয়েন্স থেকে থাকলে তা বিভাগীয় তদন্তের আওতায় আনতে হবে। কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।।”
নূর হোসেনের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিষয়ে দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, “নূর হোসেন তো আওয়ামী লীগের নয়, সে সুবিধাবাদি। তার কোনো সুস্পষ্ট রাজনৈতিক পরিচয় নেই। প্রথমে সে জাতীয় পার্টি করত, পরে বিএনপি,এখন আওয়ামী লীগ করছে।”
খালেদাকেমামলা দায়েরের আহ্বান
জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “৩৪ বছর পর খালেদা জিয়া বলেছেন, তার স্বামী জিয়াউর রহমান ও মেজর জেনারেল মঞ্জুরকে এরশাদ হত্যা করেছেন।
“তিনি চাইলে ফৌজদারি ধারায় এরশাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি সাহসিকতার সাথে মামলা করেন, তাহলে সরকার প্রকৃত অপরাধীকে সনাক্ত ও যথাযথ বিচারে সহায়তা করবে। ”
খালেদা জিয়া রোববার এক সমাবেশে জাতীয় পার্টি চেয়ারম্যানের সমালোচনা করে বলেন, তার স্বামী জিয়াকে এরশাদই খুন করেছিলেন।
এখন বললেও দুই বার ক্ষমতায় থাকাকালে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ না নেয়ায় খালেদার সমালোচনাও করেন সুরঞ্জিত।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠীর আলোচনা সভায় একথা বলেন তিনি।
নারায়ণগঞ্জে সিটি কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
অপহরণের পরপরই কাউন্সিলর নজরুলের পরিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করলে তিনি উদ্ধারের আশ্বাস
দিয়েছিলেন।
এই হত্যাকাণ্ডের প্রধান আসামি সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেনের বাড়িতে সাতদিন পর অভিযান চালায় পুলিশ।
অপহরণের পর পুলিশের তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুরঞ্জিত বলেন, “সাত দিন আপনারা কী করেছেন? অভিযোগের সঙ্গে সঙ্গে কেন ব্যবস্থা নেননি? সাত দিন অনেক সময়। এর মধ্যে অপরাধীরা বহু আলামত সরিয়ে ফেলার সুযোগ পেয়েছে।
প্রশাসনের যোগসাজশের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, “নারায়ণগঞ্জের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যে সব ব্যক্তিদের প্রত্যাহার করা হয়েছে, তাদের ক্রিমিনাল নিগলিজিয়েন্স থেকে থাকলে তা বিভাগীয় তদন্তের আওতায় আনতে হবে। কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।।”
নূর হোসেনের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিষয়ে দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, “নূর হোসেন তো আওয়ামী লীগের নয়, সে সুবিধাবাদি। তার কোনো সুস্পষ্ট রাজনৈতিক পরিচয় নেই। প্রথমে সে জাতীয় পার্টি করত, পরে বিএনপি,এখন আওয়ামী লীগ করছে।”
খালেদাকেমামলা দায়েরের আহ্বান
জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “৩৪ বছর পর খালেদা জিয়া বলেছেন, তার স্বামী জিয়াউর রহমান ও মেজর জেনারেল মঞ্জুরকে এরশাদ হত্যা করেছেন।
“তিনি চাইলে ফৌজদারি ধারায় এরশাদের বিরুদ্ধে মামলা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি সাহসিকতার সাথে মামলা করেন, তাহলে সরকার প্রকৃত অপরাধীকে সনাক্ত ও যথাযথ বিচারে সহায়তা করবে। ”
খালেদা জিয়া রোববার এক সমাবেশে জাতীয় পার্টি চেয়ারম্যানের সমালোচনা করে বলেন, তার স্বামী জিয়াকে এরশাদই খুন করেছিলেন।
এখন বললেও দুই বার ক্ষমতায় থাকাকালে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ না নেয়ায় খালেদার সমালোচনাও করেন সুরঞ্জিত।