নিহত সাংবাদিক রুনি সম্বন্ধে মাহফুজুর রহমানের বক্তব্যকে অরুচিকর বলেছেন
তারই মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার হেড অব নিউজ বাংলাদেশ
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে),
জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ফটো জার্নালিস্ট
অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় জ ই মামুন নিহত সাংবাদিক রুনির বিষয়ে এটিএন বাংলা চ্যানেলের চেয়ারম্যান মাহফুজুর রহমানের বক্তব্যের প্রতিবাদ করে আরও বলেন, “এই (মাহফুজের) বক্তব্যের সঙ্গে এটিএন বাংলার সাংবাদিকদের কোনো সম্পৃক্ততা নেই।”
এ সময় জ ই মামুন নিহত সাংবাদিক রুনির বিষয়ে এটিএন বাংলা চ্যানেলের চেয়ারম্যান মাহফুজুর রহমানের বক্তব্যের প্রতিবাদ করে আরও বলেন, “এই (মাহফুজের) বক্তব্যের সঙ্গে এটিএন বাংলার সাংবাদিকদের কোনো সম্পৃক্ততা নেই।”
সমাবেশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “জ ই মামুনের এ সাহসী
বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার চাকরির ওপর আঘাত আসতে পারে। যদি তার চাকরির
ওপর কোনো আঘাত আসে, তাহলে এটিএন বাংলা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।”বিক্ষোভ
সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ,
বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের
একাংশের সভাপতি আব্দুস শহীদ, অপর অংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ
প্রমুখ।নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নিয়ে
অশালীন ও
কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে
গ্রেফতার করার দাবি জানান সাংবাদিক নেতারা। অবিলম্বে তাকে গ্রেফতার করে
তার কাছে কী তথ্য-উপাত্ত আছে তাও জব্দ করার দাবি জানিয়েছেন তারা।
সেই
সঙ্গে বিদেশের মাটিতে সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে মাহফুজুর রহমান যে
বক্তব্য দিয়েছেন সে বক্তব্যেরও ধিক্কার জানিয়েছেন সাংবাদিক নেতারা।
সমাবেশে
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন,
``সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সমাজ যখন একত্রিত হয়ে
আন্দোলন করছি, ঠিক তখনই মাহফুজুর রহমানের এমন বক্তব্য তদন্তকাজকে প্রভাবিত
করা ছাড়া আর কিছুই না।``
তার কাছে কি কি তথ্য আছে, তা অবিলম্বে উদ্ধার করে নতুন করে তদন্ত শুরু করার জন্যও পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
ইকবাল
সোবহান চৌধুরী আরো বলেন, ``মাহফুজুর রহমান নিহত সাংবাদিক মেহেরুন রুনির
ব্যক্তিগত চরিত্র সম্পর্কে অশালীন, অরুচিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।
এতেই প্রমাণ হয় যে, তিনি একজন বিকৃত রুচির মানুষ। মানুষরূপী পশু ছাড়া
তিনি আর কিছুই নন।``