হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত দুই জনের জুতার ভেতরে পৌনে তিন কেজি সোনা পেয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
এ ঘটনায় আটক শেখ বাহালুল ও ইমরান হোসেন ঢাকার দোহারের বাসিন্দা। তারা দুজনই মালয়েশিয়া থেকে সকালে ঢাকায় আসেন।
শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে পৃথক দুটি ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান। বাহালুল সকাল ৭টায় এবং ইমরান বেলা সাড়ে ১১টায় আসেন।দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দারা তাদের দেহ তল্লাশি করেন। বাহালুলের জুতার ভেতর থেকে ১০০ গ্রাম ওজনের ছয়টি এবং ইমরানের জুতার ভেতর থেকে আড়াই কেজির বেশি ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার দাম আনুমানিক এক কোটি ৩০ লাখ টাকা বলে মোস্তাফিজুর রহমান জানান।