জুতার ভেতর পৌনে তিন কেজি সোনা - Get Latest Bangla News Online । Shahoj Kichhu

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, May 10, 2014

জুতার ভেতর পৌনে তিন কেজি সোনা

শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে পৃথক দুটি ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান। বাহালুল সকাল ৭টায় এবং ইমরান বেলা সাড়ে ১১টায় আসেন।
দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দারা তাদের দেহ তল্লাশি করেন। বাহালুলের জুতার ভেতর থেকে ১০০ গ্রাম ওজনের ছয়টি এবং ইমরানের জুতার ভেতর থেকে আড়াই কেজির বেশি ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার দাম আনুমানিক এক কোটি ৩০ লাখ টাকা বলে মোস্তাফিজুর রহমান জানান।

Post Bottom Ad